তৃতীয় দফার ভোটের ডিউটিতে এসে মালদহে অস্বাভাবিক মৃত্যু পুলিশকর্মীর!

মৃত ওই পুলিশকর্মীর বাড়ি দার্জিলিং জেলার লামা রোডে। সেখান থেকেই মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় ভোটের ডিউটি করতে এসেছিলেন

প্রতীকী ছবি

রাত পোহালেই চলতি লোকসভা ভোটের তৃতীয় দফার নির্বাচন। এই পর্বে বাংলার চার কেন্দ্রে ভোটগ্রহণ। যার মধ্যে রয়েছে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে ভোট নেওয়া হবে। আর তার আগেই ভোটের ডিউটি করতে এসে এক পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। ওই পুলিশকর্মীর নাম নবীন মুক্তার (৪০)। তদন্তে নেমে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত ওই পুলিশকর্মীর বাড়ি দার্জিলিং জেলার লামা রোডে। সেখান থেকেই মালদহের বৈষ্ণবনগর থানা এলাকায় ভোটের ডিউটি করতে এসেছিলেন। হঠাৎই গতকাল, রবিবার রাতে অসুস্থ হয়ে পড়েন ওই পুলিশকর্মী। তড়িঘড়ি তাঁকে প্রথমে স্থানীয় বেদরাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁকে সেখান থেকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে ওই পুলিশকর্মীকে নিয়ে আসা হলে, সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

Previous articleপ্রয়াত টাইটানিক ‘দ্য লর্ড অফ রিংস’ খ্যাত বার্নার্ড হিল
Next articleভোটে জয় পেতে জুমলাবাজি বিজেপির হাতিয়ার, বীরভূমে তোপ মমতার