ভোটের পর নবগঠিত সংসদীয় কমিটিগুলির চেয়ারম্যান পদ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেকদের সরানো হয়েছিল। সুদীপের ছিল রেল। ডেরেকের পরিবহন ও পর্যটন। বদলে খাদ্য প্রক্রিয়াকরণ মিলেছিল। এখন “কমিটি অন পেপার্স লেড অন দ্য টেবিল”-এর চেয়ারম্যান পদ তৃণমূলকে অফার করা হয়েছে। এটি কম গুরুত্বের। ডেরেক কড়া চিঠি লিখে পদ প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন।
