Tuesday, November 11, 2025

মালির সেনা ছাউনিতে জঙ্গি হামলায় নিহত ৫৩ সেনা, সন্দেহের তির আইএসের দিকে

Date:

Share post:

মালিতে এক সেনা ছাউনিতে ভয়ঙ্কর জঙ্গি হামলায় ৫৩ সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সাধারণ নাগরিক। মালির উত্তর-পূর্বাঞ্চলে ওই হামলার ঘটনা ঘটে।

মালি সরকারের মুখপাত্র ইয়াইয়া সানগারি বলেছেন, ঘটনাস্থল থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। হামলায় সেনাছাউনিটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদি এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

এই ঘটনা মালির ইতিহাসে সবচেয়ে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলির মধ্যে অন্যতম। গত সেপ্টেম্বরে এরকমই একটি সন্ত্রাসবাদী হামলায় ৩৮ সেনা জওয়ানের মৃত্যু হয়। বুরকিনা ফাসোর সীমান্তবর্তী দুটি সেনা চৌকিতে ওই হামলা হয়েছিল।

মালি ২০১২ সাল থেকে একের পর এক জঙ্গিদের হামলার শিকার হচ্ছে। মূলত দেশটির উত্তরাঞ্চলে এই উগ্রপন্থার উদ্ভব ঘটে। পরে তা ওই অঞ্চলের আশপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়ে। বুরকিনা ফাসো ছাড়া মালির সীমান্তবর্তী অন্য দেশগুলো হলো চাদ, নাইজার ও মৌরতানিয়া। উগ্রপন্থীদের বিদ্রোহ ঠেকাতে ফ্রান্সের সহায়তায় এই পাঁচ দেশের সেনাবাহিনী অভিযান চালিয়ে আসছে। পাঁচ দেশের সমন্বয়ে গঠিত সেনাবাহিনীর এই জোট জি-৫ সাহেল নামে পরিচিত।

এর আগে সেপ্টেম্বরের ওই হামলার জন্য জঙ্গি সংগঠন আনসারুল ইসলামের সদস্যদের দায়ী করেছিল জি-৫। আনসারুল ইসলাম ২০১৬ সালে কট্টরপন্থী নেতা ইব্রাহিম মালাম ডিকোর হাত ধরে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি গড়ার আগে ইব্রাহিম মালাম ২০১২ সাল থেকে মালির উত্তরাঞ্চলে জঙ্গিদের হয়ে যুদ্ধ করে আসছিল।

তবে এবার এই হামলায় অনেকেই ইসলামিক স্টেট বা আইএসের হাত দেখছে। কারণ বাগদাদির মৃত্যুর পর এই জঙ্গি সংগঠন জানিয়েছিল, তারা গোটা বিশ্ব জুড়ে খুব দ্রুত প্রতিশোধ নেবে। মালির জঙ্গি হামলার ঘটনার সঙ্গে ইসলামিক স্টেটের কোনও যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...