দূরের দিগন্ত যুদ্ধ হাজার,
মাটিতে পা তাই পড়বে আবার রাজার…

বাজারে ‘কাকাবাবুর প্রত্যাবর্তনের টিজার ভিডিও অ্যাড। সৌজন্যে প্রসেনজিতের ট্যুইটার হ্যান্ডল। সৃজিতের কাকাবাবুর ট্রিলজির এটাই শেষ ছবি।

কথা ছিল এ বছরেই আসছে কাকাবাবু সিরিজ। কিন্তু সৃজিত-প্রসেনজিৎ জুটির ‘গুমনামি’ নিয়ে বক্স অফিস রইল ব্যস্ত। পুজোর পরেই সৃজিত শেষ করলেন ‘দ্বিতীয় পুরুষ’-এর শুটিং। অবশেষে সৃজিত জানালেন, পরের ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। কাকাবাবুর ট্রিলজির প্রথম দুটি ছবি ছিল ‘মিশর রহস্য’ আর ‘ইয়েতি অভিযান’। মরুভূমি-বরফ ছেড়ে কাকাবাবু এবার জঙ্গলে। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ অবলম্বনেই ছবি। শোনা যাচ্ছে কেনিয়াতে নাকি শুটিং হবে। খুশি প্রসেনজিৎ। বলছেন, দু’বছর পর কাকাবাবু আর সন্তু ফিরছে। ছোটরা এসব দেখার জন্য অপেক্ষা করে থাকে। আর সৃজিত জানাচ্ছেন, আগামী পুজোয় এটাই তাঁর বাঙালির জন্য উপহার। বক্স অফিসেও ভাল ব্যবসা করে কাকবাবু।

Raja Roychowdhury along with Shantu..on his way ..2020.. https://t.co/CHDSh8W9Cs
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) November 2, 2019