তৃণমূল নেতা খুনে গ্রেফতার ৩ দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি

তৃণমূল নেতার খুনের ঘটনায় এবার জালে সুপারি কিলার। মহম্মদ আকবর নামে ওই দুষ্কৃতীকে নাগপুর থেকে গ্রেফতার করল পুলিশ। তার থেকে ১০ রাউন্ড গুলি ও ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পাশাপাশি, শনিবার গভীররাতে হুগলি স্টেশন রোডে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রাজবংশীকে গ্রেফতার করেছে পুলিশ। হুগলির ত্রাস টোটন বিশ্বাসের সঙ্গী বাপি বিশ্বাসও ধরা পড়েছে। তার কাছে থেকে ৫০৮ রাউন্ড গুলি ও ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

ব্যান্ডেল স্টেশনের কাছেই রেললাইনের উপর খুন হন তৃণমূল নেতা দিলীপ রাম। সেই ঘটনার পর থেকে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়। খুনের অভিযোগ ওঠে বিজেপির দিকে। ঘটনায় জড়িত সন্দেহে দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়। যদিও ইতিমধ্যেই তাঁদের জামিন মঞ্জুর করেছে আদালত। তদন্ত এগোনোর পরেই পুলিশের জালে ধরা পড়ে ৩ দুষ্কৃতী।

আরও পড়ুন – বাচ্চাদের মুখে মুখে চন্দ্রযান-২, এটাই সাফল্য! আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবের সূচনায় বললেন মোদি

Previous articleপিঙ্ক টেস্টে কমেন্ট্রি বক্সে ধোনি!
Next articleনির্বাসিত কমনওয়েলথে সোনা জয়ী অ্যাথলিট