Saturday, November 15, 2025

প্রাক্তন বাগান সচিবের প্রয়াণে পিতৃহারা হলেন কল্যাণ চৌবে

Date:

Share post:

প্রয়াত মোহনবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 70। বিগত 23 বছর ধরে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন তিনি। কিন্তু শারীরিক অসুস্থতা পিছু ছাড়েনি তাঁর। তাই রোগজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত বেশ কয়েকদিন ধরে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখানে শুক্রবার ভোর তিনটে 10 মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঞ্জন মিত্র। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মোহনবাগান সহ বাংলার ফুটবলমহলে।

স্মৃতিচারণা করতে দেখা গিয়েছে প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবেকেও। তবে শুধুই ফুটবলার হিসেবে নন, অঞ্জন মিত্রের জামাতা হিসেবেও শ্বশুরের মৃত্যুতে শোকস্তব্ধ কল্যাণ। তাঁর শোকবার্তায় উঠে এল পিতৃহারা হলেন তিনি। শ্বশুর অঞ্জন মিত্র ও প্রশাসক অঞ্জন মিত্রের তুলনা প্রসঙ্গে কল্যাণ চৌবে বলেন, ‘আমি যখন ফুটবলার হয়ে এসেছিলাম, তখন অঞ্জন মিত্র আমায় সুযোগ করে দিয়েছিল। তাঁর হাত ধরেই আমার ফুটবল জগতে পা রাখা। সেখান থেকে তাঁর মেয়ে সোহিনীকে বিয়ে করা। আমি যেমন ঘরের বাইরে প্রশাসক অঞ্জন মিত্রকে দেখেছি, তেমনই চার দেওয়ালের মধ্যে পরিবারের সঙ্গে মিশে থাকা অঞ্জন মিত্রকেও দেখেছি। দুটো মানুষ ভীষণ নির্ভীক। ফুটবলের জন্য যা কিছু করতে পারা একজন মানুষের নাম হল অঞ্জন মিত্র। এই ক্ষতি অপূরণীয় ক্ষতি। জানি না কীভাবে এর বহিঃপ্রকাশ করা যায়। তবে এটুকুই বলব, প্রশাসক অঞ্জন মিত্রের আরও কাছে যাওয়ার যখন আমি পারিবারিক সূত্রে সুযোগ পাই, তখন আমরা বন্ধুর মত ছিলাম। সেই বন্ধুকে হারালাম। পিতৃহারা হলাম।’ এভাবেই নিজের শ্বশুরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন বাংলার প্রাক্তন ফুটবলার।

spot_img

Related articles

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...