গাছেই কিউআর কোড, খুলতে হচ্ছে না বই

অভিনব। গাছের গায়ে কিউআর কোড। বই পড়ার দরকার নেই। বাগানে ঘুরতে ঘুরতেই পড়া যাবে পাঠ্যের বিষয়সূচি। স্ক্যান করলেই মিলছে গাছ নিয়ে যাবতীয় তথ্য।এই অভিনব পন্থা চালু করেছে অন্ধ্রের পিবি সিদ্ধার্থ কলেজের বিজ্ঞান বিভাগ। মোবাইলকে কীভাবে আরও বেশি করে পড়ুয়াদের কাজে লাগানো যায়, সেই বিষয় নিয়ে ভাবতে ভাবতেই এই পন্থার আবিষ্কার। ওই কলেজের ২০টি গাছে এই কোড লাগানো হয়েছে। প্রত্যেক গাছের বিজ্ঞানসম্মত নাম থেকে উপকারিতা, বৈশিষ্ট্য সব ডেটা ওই কিউআর কোডে রাখা হয়েছে। একদিকে বই থেকে রেহাই, অন্যদিকে প্রকৃতিকে জানা, এই দুটিই একসঙ্গে চলছে। ফলে পড়ুয়ারাও ব্যাপক উৎসাহিত। গাছ চিনতেও তাদের অসুবিধা হচ্ছে না। এ রাজ্যের কলেজগুলিতে কবে এই অভিনবপ্রথা চালু হবে, সে নিয়ে আশায় পড়ুয়ারা।