পরিকল্পনা করেই বিজেপিকে নাকানিচোবানি খাওয়াল কংগ্রেস?

মহারাষ্ট্র কাদের ছিল? বিজেপির। কারা ফের সরকার গড়তে পারল না? বিজেপি। বেইজ্জতি বা ব্যর্থতা কাদের? বিজেপির।

মহারাষ্ট্রে বিজেপিকে এখনও পর্যন্ত সরকার থেকে দূরে রেখে এভাবে বেইজ্জত করার খেলাটা কংগ্রেস খেলল। অন্তত রাজনৈতিক মহলে সে কথাই ঘুরছে। শিবসেনাকে সাততাড়াতাড়ি সমর্থন কংগ্রেসের পক্ষে ঠিক হত না, সোনিয়া বুঝেছিলেন। কিন্তু গাজর ঝুলিয়ে সময় নষ্টের খেলা কংগ্রেস চালালো। সঙ্গে এন সি পি। ফলে রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় ছিল না। আবার ডেডলাইনের আগে রাষ্ট্রপতি শাসন জারি করেও সমালোচকদের হাতে অস্ত্র তুলে দিল বিজেপি।

বিজেপি যদি দিনকয়েক বাদে সংখ্যা জোগাড় করে সরকার গড়েও, মহারাষ্ট্রের মত রাজ্যে এইভাবে জলঘোলা হওয়াটাই তাদের ব্যর্থতার পক্ষে যথেষ্ট। কেন শিবসেনাকে বাগে রাখতে পারল না, দায় তো বিজেপির প্রবলপরাক্রমশালী নেতাদেরই।