Sunday, November 16, 2025

সংসদে এবার আসছে নাগরিকত্ব সংশোধনী বিল, তোলপাড়ের আশঙ্কা

Date:

Share post:

সংসদের আসন্ন শীতকালীন অধিবেশন তোলপাড়ের সম্ভাবনা রয়েছে ‘সিটিজেন্সশিপ অ্যামেন্ডমেন্ট বিল’ বা নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে৷ আগামীকাল, সোমবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে৷ জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করা নিয়ে গত অধিবেশনে তোলপাড় হয়। সংবাদ সংস্থার খবর, এবার শীতকালীন অধিবেশনে সরকারের আলোচনার তালিকায় রয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তোলপাড় করতে পারে তৃনমূল কংগ্রেস-সহ বিরোধীরা। প্রতিবাদ হতে পারে অসম থেকেও। উল্লেখ্য, এর আগেও NDA বিলটি সংসদে তুলেছিল৷ কিন্তু বিরোধীদের প্রবল প্রতিবাদে তা পাস হতে পারেনি। বিরোধীদের অভিযোগ ছিল, ধর্মীয় পরিচয়কে হাতিয়ার করে বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হচ্ছে।

মোদি সরকারের ঘোষিত নীতি হলো, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্থানের হিন্দু, জৈন, খ্রিষ্টান, শিখ, বৌদ্ধ ও পার্সিরা যদি ওইসব দেশ থেকে এসে ভারতে আশ্রয় নেন তাহলে তাঁরা এদেশের নাগরিকত্ব পাবেন। তবে তাদের এদেশে থাকতে হবে টানা ৬ বছর। এ নিয়েই আপত্তি বিভিন্ন দলের। প্রসঙ্গত, অসমের নাগরিকপঞ্জি বা NRC থেকে বাদ পড়েছেন ১৯ লাখ মানুষ। উদ্দেশ্য ছিল অসমে বসবাসকারী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা। কিন্তু বাদ পড়েছেন অধিকাংশ হিন্দু। এর ফলেই তোলপাড় শুরু হয়েছে অসমে। এবার এই সংশোধনী বিল পাস হলে ওইসব বাংলাদেশি হিন্দুরা এদেশে নাগরিকত্ব পেয়ে যাবেন। পাশাপাশি সেই সুযোগ পাবেন বহু বিদেশিও। বিভিন্ন মহলের আপত্তি এখানেই।

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...