ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি 2 উৎক্ষেপন করল ভারত। শনিবার রাতে ওড়িশা উপকূলের আব্দুল কালাম স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডে এই পরীক্ষাটি চালানো হয়। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর তৈরি মিসাইলটি ইতিমধ্যে সেনাবাহিনীর হাতে চলে এসেছে।

কতখানি শক্তিধর এই মিসাইল? অগ্নি-২ মিসাইলটি দু’হাজার কিলোমিটার দূরে অবস্থিত যে কোনও লক্ষ্য বস্তুর উপর হামলা চালাতে পারে, এবং একইসঙ্গে এটি এক হাজার কিলোর লোড নিতে সক্ষম। গত বছর অগ্নি মিসাইলের আর একটি সংস্করণ-এর উৎক্ষেপণ করেছিল ভারত। চলতি মাসে আরও দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করবে ভারত। সেগুলি হল সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী। দুটির পরীক্ষাই হবে ওড়িশার চাঁদপুরে।

