আপাতত স্থিতিশীল নুরসত জাহান। ছুটি পেলেন হাসপাতাল থেকে। রবিবার, রাতে তীব্র শ্বাসকষ্টের কারণে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে। বেলা গড়াতেই অসুস্থতার কারণ নিয়ে জল্পনা শুরু হয়। সূত্রের খবর, অনেকগুলি ঘুমের ওষুধ খেয়ে নেওয়ার জন্যই তিনি অসুস্থ হয়ে পড়েন। এবিষয়ে হাসপাতালের তরফ থেকে “ড্রাগ ওভার ডোজ” নিয়ে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়। যদিও, নুসরতের পরিবারের তরফ থেকে এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।

রবিবার, নুসরতের স্বামী নিখিল জৈনের জন্মদিন ছিল। সেই উপলক্ষে আয়োজিত পার্টিতেই অসুস্থ হয়ে পড়েন নুসরত। তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয় আইসিইউ-তে। পরিবারের তরফে জানানো হয়, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছেন নুসরত। রবিবার, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জেরেই তিনি অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক পরিস্থিতির উন্নতি হলে সোমবার বিকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন-সবরীমালা পুণ্যার্থীদের সঙ্গে ৪৮০ কিলোমিটার হাঁটল এক সারমেয়