সিপিএম নেতা প্রাক্তন বিধায়ক রবীন দেব গুরুতর অসুস্থ

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য, প্রাক্তন বিধায়ক রবীন দেব অসুস্থ। সোমবারে রাতে তাঁকে বাইপাসের ধারের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, অগ্ন্যাশয়ের সমস্যায় আক্রান্ত রবীনবাবু। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর এই সদস্যের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। সিপিএমের যুব সংগঠন থেকেই রবীনবাবুর উত্থান৷ DYFI-এর রাজ্য সম্পাদকও হয়েছিলেন। ডিলিমিটেশনের আগে বালিগঞ্জ বিধানসভা থেকে জিতে বিধায়ক হয়েছিলেন তিনি ৷ বিধানসভায় বাম পরিষদীয় দলের মুখ্য সচেতকের দায়িত্বও তিনি পালন করেছেন। 2016 সালের বিধানসভা ভোটে সিঙ্গুরে দাঁড়িয়ে তিনি হেরে যান।