Wednesday, November 12, 2025

রোজভ্যালি কাণ্ডে গৌতম কুন্ডুর স্ত্রীর ফ্ল্যাটে তল্লাশি

Date:

Share post:

রোজভ্যালি কাণ্ডে বৃহস্পতিবার এবার তল্লাশি চালানো হলো দুই কর্মকর্তার বাড়িতে। একজন সংস্থার কর্ণধার গৌতম কুন্ডুর স্ত্রী শুভ্রা কুন্ডু এবং অন্যজন রূপল কবিরাজ। এদিন সকালে ইডির ২৫জন অফিসার চারটি ভাগে ভাগ হয়ে এই তল্লাশি অভিযান চালান।

ইডির অফিসাররা সাউথ সিটিতে শুভ্রার ফ্ল্যাটে সকালে হাজির হন। আবাসনের এক নম্বর টাওয়ারের 34 তলায় শুভ্রাকে পাওয়া যায়নি। অফিসাররা দেখেন গেটে তালা। জানা গিয়েছে, সাত দিন আগেই কলকাতার বাইরে যান শুভ্রা। কী কারণে বাইরে গিয়েছেন, তার তদন্ত চলছে।

শুভ্রার বিরুদ্ধে মূল অভিযোগ, তার দুটি প্যান কার্ড একটি শুভ্রা কুন্ডু নামে অন্যটি শুভ্রা দে নামে। কেন? তা তদন্ত করতে চান। এছাড়াও রয়েছে তার দুটি পাসপোর্ট। তার কারণও খতিয়ে দেখতে চান। শুভ্রার সংস্থা অদৃজা সিল করে দেওয়ার আগে ৮০লক্ষ টাকার গয়না তিনি সরিয়েছিলেন। সেই টাকা কোথায় গেল সেটাও ইডির তদন্তকারীদের অন্যতম এজেন্ডা।

অন্যদিকে রূপল কবিরাজের নিউটনের ফ্ল্যাটে বৃহস্পতিবার যান ইডির অফিসাররা। রূপলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সংস্থার কর্ণধার গৌতম কুন্ডু। তাঁর অভিযোগ ছিল, রূপল তাঁর কর্মী ছিলেন। তিনি ইডি-সিবিআইয়ের সঙ্গে ‘সেটিং’ করে দেবেন বলে তাঁর কাছ থেকে দু’কোটি টাকা নিয়েছিলেন। তারপর দেখা যায় তিনি বিভিন্ন সম্পত্তি পরপর কিনেছেন। এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অফিসারদের কাছে একটি জিডি হাজির করেছিলেন। পরে দেখা যায় নিউটন থানায় ওই নম্বরে কোনও জিডি নেই। সেই জিডি কীভাবে করা হলো তা দেখতে চায় ইডি। এক পুলিশ অফিসারের নাম এ প্রসঙ্গে উঠে আসছে।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...