Friday, August 29, 2025

রাজ্যপালের কাছে ২৩ তারিখেই তিন দলের প্রতিনিধি, জানালেন সঞ্জয় রাউত

Date:

Share post:

সদ্য জোট গড়া শিবসেনা, NCP ও কংগ্রেস প্রতিনিধিরা সরকার গঠনের জন্য আগামী ২৩ নভেম্বর রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করতে যাবেন। বৃহস্পতিবার সাংবাদিকদের এই তথ্যই দিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। সম্ভবত ২৪ অথবা ২৫ নভেম্বর নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানটি হতে চলেছে। শিবসেনা, NCP ও কংগ্রেসের দ্বিতীয়বারের যৌথ বৈঠক সম্পন্ন হওয়ার পরেই এই সরকার গঠনের ইতিবাচক খবরটি দেন সঞ্জয় রাউত। এদিন সাংবাদিকদের তিনি বলেন, বৃহস্পতিবার সকালেই ঠিক হয়ে গিয়েছিল নভেম্বর মাসের মধ্যে সরকার গড়তে চলেছে শিবসেনা,NCP, কংগ্রেস জোট। শনিবার তিন দলের বিধায়কদের সই করা চিঠি রাজ্যপালের হাতে তুলে দেওয়া হবে।

আগামী দু-তিনদিনের মধ্যেই সরকার গঠনের কাজ শুরু হয়ে যাবে।

এদিকে আগামী ৩০ নভেম্বর ঝাড়খণ্ড বিধানসভার প্রথম দফার ভোটগ্রহণ। ৩০ তারিখের আগেই মহারাষ্ট্রে সরকার গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে, এমনটাই দাবি করলেন NCP -র মুখপাত্র নবাব মালিক। সূত্রের খবর, ৫ বছরের মুখ্যমন্ত্রী’র পদ, আড়াই- আড়াই করে ভাগাভাগি হচ্ছে শিবসেনা ও NCP-র মধ্যে। প্রথম আড়াই বছরের জন্য কে মুখ্যমন্ত্রী হচ্ছেন না এখনও ঠিক হয়নি। রাউতের দাবি, মহারাষ্ট্রবাসী ও শিবসৈনিকরা উদ্ধব ঠাকরেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান।

এদিকে মহারাষ্ট্রের কৃষকদের দুরবস্থার কথা জানাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বুধবার দেখা করেছেন NCP প্রধান শরদ পাওয়ার। এদিকে এদিনের বৈঠকের পরেই অনেকে বলতে শুরু করেছেন মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে জোট বেঁধে NCP সরকার গড়তে চলেছে।

মহারাষ্ট্রে 288টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে 105টি। কংগ্রেস ৪৪টি, NCP ৫৪টি আসন এবং শিবসেনা ৫৬টি আসন পেয়েছে। এককভাবে কোনও দলেরই সরকার গড়ার ক্ষমতা নেই৷ ওদিকে ম্যাজিক ফিগার ছুঁতে বিজেপিকে শুধুমাত্র যে কোনও একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করতে হবে।

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...