রবিবার বিকেল চারটেয় ভাইপো অজিত পাওয়ার ট্যুইট করে বলেন, বিজেপি-এনসিপি জোট মহারাষ্ট্রে স্থায়ী সরকার দেবে। তিনি এনসিপিতেই আছেন, তাঁর নেতা শারদ পাওয়ার। অজিত পাওয়ারের ট্যুইট নিমেষে ভাইরাল। নানা জল্পনা ছড়ায় রাজ্য-রাজনীতিতে। বেগতিক দেখে ঘন্টা দুই বাদে আসরে নামেন কাকা শারদ পাওয়ার। তিনি ট্যুইট করেন, অজিত পাওয়ার সর্বৈব অসত্য কথা বলছেন। জনমানসে মিথ্যা ধারণা ও বিভ্রান্তি তৈরি করতেই এসব বলা হচ্ছে। বিজেপির সঙ্গে জোটের প্রশ্নই ওঠে না। এনসিপির জোট সর্বাত্মকভাবে শিবসেনার সঙ্গেই। শারদ পাওয়ারের এই ট্যুইটের পর পাওয়ার বনাম পাওয়ার লড়াই আরও প্রকট হল। একইসঙ্গে বিজেপির কাছেও এটা এখন মর্যাদার লড়াই।

There is no question of forming an alliance with @BJP4Maharashtra.
NCP has unanimously decided to ally with @ShivSena & @INCMaharashtra to form the government. Shri Ajit Pawar’s statement is false and misleading in order to create confusion and false perception among the people.— Sharad Pawar (@PawarSpeaks) November 24, 2019