বুলবুল দুর্গতদের জন্য ত্রাণের ব্যবস্থা করতে গিয়ে বিভিন্ন বাস্তব সমস্যার সম্মুখীন হচ্ছে রাজ্য সরকারকে। সেই কারণে এবার প্রশাসনের তরফে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। স্থির হয়েছে, রাজ্যেই তৈরি হবে ত্রিপল। পাশাপাশি, তন্তুজ-মঞ্জুষার মতো স্বনির্ভর গোষ্ঠীতে বেশি সংখ্যক শাড়ি তৈরি করে মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার, নবান্ন থেকে ত্রাণ বিলি করে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তিনি জানান বিপর্যস্ত এলাকায় অনেক সময় কেরোসিন পেতে সমস্যা হয়। এর ফলে জ্বালানি মেলে না। এই সমস্যার সমাধানে রাজ্যেই হবে গুল তৈরির কারখানা।

সোমবার, বিকেল চারটে নাগাদ, নবান্নের সামনে মঞ্চ তৈরি করে রাজ্যের বিভিন্ন প্রান্তের বুলবুল-দুর্গত অঞ্চলে ত্রাণ পাঠানো হয়। নিজে দাঁড়িয়ে থেকে সেই ব্যবস্থার তদারকি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্য সরকার যে কোনও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য সব রকম ভাবে তৈরি হচ্ছে। বুলবুল মোকাবিলা করতে গিয়ে যে সমস্যাগুলির সম্মুখীন হতে হয়েছে, তা থেকে শিক্ষা নিয়েই এই পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন-মাঝেরহাট ব্রিজের সুপার স্ট্রাকচারের দ্রুত অনুমোদন চেয়ে রেলমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
