নেহেরু কাপ হকি ফাইনাল নিয়ে উত্তপ্ত দিল্লির জাতীয় স্টেডিয়াম। ম্যাচ শুরুর আগে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়ে দুই ফাইনালিস্ট পাঞ্জাব পুলিশ ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এমনকি এই বাদানুবাদ হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায়। গোটা ঘটনায় ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন।

ম্যাচ চলাকালীন তীব্র বচসায় জড়ান দুই দলের খেলোয়াড়রা। একটি ভিডিওতে দেখা যায়, মাঠের একপ্রান্তে ঝামেলা শুরু করেন খেলোয়াড়রা। তারপর হাতাহাতিতে জড়ান তাঁরা। এই ঘটনায় একজন মাটিতে লুটিয়ে পড়েন। তবে ঠিক কী নিয়ে বচসা শুরু হয়, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।

তবে এমন ঘটনা নিঃসন্দেহে নিন্দনীয়। আর সেই কারণেই ক্ষুব্ধ আইওএ। গোটা বিষয়টি খতিয়ে দেখে এর বিরুদ্ধে হকি ইন্ডিয়াকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইওএ প্রেসিডেন্ট নরিন্দর বাত্রা এ বিষয়ে বলেন, ‘অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন দল এবং তাদের অযোগ্য ম্যানেজমেন্ট। দুর্বল এবং মেরুদণ্ডহীন আয়োজক কমিটির জন্য হকির নাম খারাপ হচ্ছে। নষ্ট হচ্ছে ভাবমূর্তি। হকি ইন্ডিয়া এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক।’ এখন কী কড়া পদক্ষেপ নেওয়া হয়, সেটাই দেখার।
