তিনিই শরদের যোগ্য উত্তরসূরি, প্রমাণ করলেন সুপ্রিয়া

যাঁর সুযোগসন্ধানী কান্ডকারখানায় এনসিপি সাময়িকভাবে বড় সঙ্কটে পরেছিল সেই দাদা অজিত পাওয়ার ঘরে-বাইরে চাপে পড়ে রণে ভঙ্গ দিয়েছেন। মহারাষ্ট্রে সরকার গড়ছে তিন দলের জোট। আর সঙ্কট কাটতেই এনসিপিতে অজিতকে নিয়ে ঘনিয়ে ওঠা মেঘ কাটার লক্ষণ দেখা দিল। পরিবারের ভাঙন আটকে মিলমিশের ছবি প্রকাশ্যে তুলে ধরতে সক্রিয় হলেন শরদ পাওয়ারের মেয়ে সাংসদ সুপ্রিয়া সুলে।

অজিত বিজেপির সঙ্গে হাত মেলানোর পর সুপ্রিয়া ট্যুইট করেছিলেন, পরিবারের মধ্যে এই প্রতারণা ও ভাঙন অকল্পনীয়। যে দাদাকে এত ভালবেসেছি তিনি এভাবে বিশ্বাসভঙ্গ করলেন? অজিতের ‘ঘর ওয়াপসি’র পর সেই সুপ্রিয়াই প্রকাশ্যে উচ্ছ্বসিত। বুধবার অজিত পাওয়ার শপথ নিতে বিধানসভায় ঢোকার পর তাঁকে প্রণাম করে জড়িয়ে ধরেন বোন সুপ্রিয়া। বলেন, মাফ করে দিয়েছি। গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রের রাজনীতিতে আলোচনা, বিধায়কদের একজোট রাখার কাজে বাবাকে যোগ্য সঙ্গত করা থেকে অজিত পাওয়ারের সঙ্গে দূরত্ব মেটানোর কাজে যে পরিণতিবোধের পরিচয় দিয়েছেন শারদ-কন্যা, তাতে আগামীদিনে সুপ্রিয়া সুলেই হয়তো এনসিপিতে পাওয়ারের যোগ্য উত্তরসূরি। এই যাত্রায় অজিত পাওয়ার হিসাবের গোলমালে নিজের রাজনৈতিক ক্ষতিই বরং ডেকে আনলেন।

Previous articleওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে T-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন শিখর ধাওয়ান
Next articleবাগদাদি খতম অভিযানের “নায়ক” সেই সেনা কুকুরকে বিশেষ সম্মান ট্রাম্পের