গয়নার লোভে শিশু-খুন, ধৃত ২ প্রতিবেশী

মানুষের লোভ যে তাকে কতটা নিষ্ঠুর করতে পারে তার জ্বলন্ত উদাহরণ মুর্শিদাবাদের খড়গ্রামের ঘটনা। গয়নার লোভে চার বছরের শিশুকে ‘খুন’ করলেন ২ প্রতিবেশী মহিলা। দেবগ্রামের বাসিন্দা আরমিনা খাতুন মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে আটটা নাগাদ সাইনুর বিবির বাড়ির থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি ঝোপের মধ্যে থেকে আরমিনার দেহ উদ্ধার হয়। খড়গ্ৰাম থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

মৃত শিশুর বাবা আজিজুল শেখের অভিযোগ, কানের সোনার দুলের লোভে তাঁর মেয়ের গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছেন প্রতিবেশী নাসিমা বিবি ও সাইনুর বিবি। অজিজুলের করা অভিযোগের ভিত্তিতে নাসিমা ও সাইনুরকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন-জয়প্রকাশ-নিগ্রহের ঘটনাকে দলের একাংশও মনে করছে ‘রহস্যজনক’