কেন্দ্রের ফ্ল্যাট প্রত্যাখ্যান সাবেকি ছিটমহলের বাসিন্দাদের

বিনিময়ের সময় দেওয়া কেন্দ্রীয় প্রতিশ্রুতির কোনটাই পূরণ হয়নি- এই অভিযোগে কোচবিহার জেলাশাসকের দফতরে স্মারকলিপি জমা দিলেন সাবেকি ছিটমহলের বাসিন্দারা। তাঁদের জন্য বরাদ্দ ফ্ল্যাটের চাবি নিতে রাজি হননি তাঁরা। অভিযোগ, যে ফ্ল্যাট তাঁদের জন্য বরাদ্দ করা হয়েছে, তার আশপাশে জায়গা নেই। ফলে তাঁরা কৃষিকাজ, শাক-সবজি, ফুল, ফল গাছের চাষ করতে পারবেন না। বাসিন্দাদের মতে, ওই ফ্ল্যাট তাঁদের কাছে অপ্রয়োজনীয়।

বুধবার, কোচবিহার জেলাশাসকের অফিসের সামনে ছিট সেটেলমেন্ট ক্যাম্পের হলদিবাড়ি এলাকার বাসিন্দারা উপস্থিত হন। তাঁদের অভিযোগ, বিনিময়ের সময় কেন্দ্রীয় সরকারের তরফে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ৪ বছর পার হয়ে গেলেও, তা পূরণ হয়নি। সব প্রতিশ্রুতি অবিলম্বে পূরণ করার দাবিতে বুধবার স্মারকলিপি জমা দেন হলদিবাড়ি সেটেলমেন্ট ক্যাম্পের বাসিন্দারা।

আরও পড়ুন-জমি চিহ্নিত না করে নয়া প্রকল্প নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর