হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের পর মৃতদেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় গোটা দেশ আঁতকে উঠেছে। বাদ যাননি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিও। এমন বর্বরোচিত ঘটনাকে বিরাট ‘লজ্জাজনক’ আখ্যা প্রতিকারে এগিয়ে আসার ডাক দিলেন দেশবাসীকে।

হায়দরাবাদের এই ভয়ঙ্কর ঘটনায় যখন ক্ষোভের ফেটে পড়েছে গোটা দেশ, তখন চুপ থাকতে পারেননি ক্যাপ্টেন কোহলিও। ঘটনার প্রতিবাদ জানিয়ে টুইটারে বিরাট লিখলেন, ‘হায়দরাবাদে যা ঘটেছে তা এককথায় লজ্জাজনক। সমাজের মুখ হিসেবে নিজেদেরই এমন অমানবিক কাণ্ডের প্রতিকারে এগিয়ে আসতে হবে।’

What happened in Hyderabad is absolutely shameful.
It's high time we as a society take charge and put an end to these inhumane tragedies.— Virat Kohli (@imVkohli) November 30, 2019
শুধু বিরাট নন, হায়দরাবাদের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় দলে বিরাটের সতীর্থ শিখর ধাওয়ান, প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরও।

টুইটারে ধাওয়ান লেখেন, ‘অত্যন্ত বেদনাদায়ক এই ঘটনা। আমি চাই দোষীদের শাস্তি হোক। মৃতার পরিবার ও বন্ধু-বান্ধবদের প্রতি আমাদের সমবেদনা রইলো।’

This is an extremely painful news of Priyanka Reddy, shocked and disgusted on hearing this. The offenders must be punished! My deepest condolences to her family and friends 🙏 #RIPPriyankReddy #JusticeForPriyankaReddyُ
— Shikhar Dhawan (@SDhawan25) November 30, 2019
কোহলির মতোই এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলেছেন গম্ভীরও। সমবেদনা জানানোর পাশাপাশি দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন অমিত মিশ্র, প্রজ্ঞান ওঝারা-সহ টিম ইন্ডিয়ার অন্যান্য ক্রিকেটাররাও।

Shameful!!! #rapeofveterinarian #womensafety #Nirbhaya pic.twitter.com/ildgGvQ7l7
— Gautam Gambhir (@GautamGambhir) November 29, 2019
Our city was one of the safest in the country “something I felt proud about”. It needs some serious attention. Pained and worried! #RIPPriyankaReddyُ pic.twitter.com/REt5V1NlYZ
— Pragyan Ojha (@pragyanojha) November 29, 2019