গার্ডেনরিচ জল প্রকল্পে রক্ষণাবেক্ষণ,শনিবার দক্ষিণে বন্ধ জল পরিষেবা

0
2

পাইপ লাইন মেরামতি-সহ একাধিক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী শনিবার সকাল ১০টার পর থেকে দক্ষিণ কলকাতা ও দক্ষিণ শহরতলির বিস্তীর্ণ অংশে জল পরিষেবা বন্ধ থাকবে।

আজ, বুধবার কলকাতা পুরসভার পক্ষ থেকে এই বিষয়ে একটি জরুরি নোটিশ জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, গার্ডেনরিচ জল প্রকল্পে শনিবার একাধিক রক্ষণাবেক্ষণের কাজ হবে। তার জেরে শনিবার সকাল ১০টা থেকে গোটা দক্ষিণ কলকাতার পাশাপাশি গার্ডেনরিচ, মহেশতলা, বজবজে জল পরিষেবা মিলবে না।

৮ থেকে ১৬ নম্বর বরো এলাকায় সম্পূর্ণ অথবা আংশিকভাবে জল পরিষেবা বন্ধ থাকার কথাও বলা হয়েছে। রবিবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে মিলবে জল। এ ব্যাপারে নাগরিকদের সহযোগিতা কামনা করেছে পুরসভা।