ছত্তিশগড়ে সহকর্মীদের খুন করে জওয়ানের আত্মহত্যার ঘটনা ফিকে হতে না হতেই ফের গুলি চলল সিআরপিএফ ক্যাম্পে। সোমবার রাতে, বোকারোতে সিআরপিএফের ২২৬ ব্যাটেলিয়নে আচমকাই গুলি চালাতে শুরু করেন নির্বাচনী কাজে যাওয়ায় দীপেন্দ্র যাদব নামে এক কনস্টেবল। গুলিতে প্রাণ হারান কম্যান্ডান্ট শাহুল হরসন ও এক সাব-ইনস্পেকটর। দুই আধিকারিককে গুলি করে মারার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দীপেন্দ্র যাদবকে। কিন্তু কী কারণে তিনি এমন করলেন, তা এখনও জানা যায়নি। সেনা সূত্রে খবর, ঘটনার সময় তিনি মত্ত অবস্থায় সহকর্মীদের দুর্ব্যবহার করেন। হঠাৎ উর্ধ্বতন আধিকারিকদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন।
ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। জখম হন আরও দুই জওয়ান। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
