ভারত- ২৪০/৩
ওয়েস্ট ইন্ডিজ- ১৭৩/৮

সিরিজ পকেটে পুরল বিরাট বাহিনী। যে রান ক্যারিবিয়ানদের সামনে খাড়া করেছিল, সেই জায়গা থেকে ম্যাচ না জেতাটাই বিস্ময়ের ব্যাপার। অন্যথা হয়নি। ভারত ম্যাচ ৬৭ রানে এবং সিরিজ জিতল ২-১-এ। তবে মাঝে কিছুটা হলেও প্রতিরোধ গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পোলার্ড। কিন্তু রান রেট তখন ১৮-২০ তে ঘোরাফেরা করছে। ফলে চালাতেই হতো। আর চালাতে গিয়ে আউট হওয়াটা ছিল সময়ের ব্যাপার। বাকিটা ছিল নিয়ম রক্ষার। ১৭৩/৮-এ শেষ। ৬৭ রানে জয়। ভারতের ওপেনিং জুটি যেভাবে শুরু করেছিল, তাতে ২০ ওভারে ২৫০ পেরিয়ে যেত। রাহুল ৯১(৫৬), রোহিত ৭১(৩৪), কোহলি ৭০(২৯)। এই বাজারেও ব্যর্থ ব্যাটসম্যান ঋষভ পন্থ। বোলিংয়ে ভরসা সেই শামি। ২৫ রানে ২ উইকেট। ভুবি রান দিলেন, উইকেটও নিলেন ২টি। কুলদীপের সংগ্রহেও ২টি উইকেট। তবে আজকে ব্যাটংয়ে ঝড় তুলেছেন কোহলি। ঝড় এবং বিধ্বংসী, এই দুটি শব্দই তাঁর নামের পাশে বসতে পারে। তবে ক্যারিবিয়ানদের সঙ্গে একদিনের ম্যাচের সিরিজে নামার আগে ঋষভ পন্থকে বাইরে রাখা কার্যত নিশ্চিত হয়ে গেল। সামান্য আহত বিরাট ফিল্ডিংয়ে নামেননি। আর টসে হেরে প্রথমে ব্যাট করে জেতা যায়, প্রমাণ করল শামিরা। ম্যাচের সেরা হন রাহুল অন্যদিকে সিরিজ সেরার ট্রফি গেল কোহলির হাতেই।



