ঠিক ছয় দিন আগের কথা। ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এর বিশেষ খবর ছিল যশস্বী জয়সওয়ালকে নিয়ে। শিরোনাম ছিল এই রকম — ‘প্রত্যেক ঘরের সন্তানের আদর্শ হোক সতেরোর যশস্বী।’ সেই যশস্বী, যে মুম্বইয়ের রাস্তায় তাঁবু খাটিয়ে থাকত। বাথরুম, আলো ছিল না তার তাঁবুতে। দু’বেলার খাবার জোগাড় করতে ফুচকা বিক্রি করতে হতো সকাল বিকেল। কিন্তু ক্রিকেটের স্বপ্ন দেখা ছাড়েনি। সদ্য সুযোগ পেয়েছিল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলে। সব চেয়ে কম বয়সে মুম্বইয়ের হয়ে হাঁকিয়েছিল ডবল।সেঞ্চুরি। এবার তার ভাগ্যের চাকাটাই ঘুরে গেল।

সৌজন্যে আইপিএল। এবার কলকাতার আইপিএল নিলামে রাজস্থান রয়্যালস কিনে নিল যশস্বীকে। এবং কত টাকায় শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। ২কোটি ৪০লক্ষ টাকায়। এদিন সারাদিন চোখ ছিল মোবাইলে। নামটা দেখার পর উচ্ছ্বাস চেপে রাখেনি। কিন্তু শচীন অন্ত প্রাণ যশস্বী বলছে, আজ খুশির দিন আমার আজাদ ময়দানের মানুষের। ওদের জন্যই তো এতদিন ক্রিকেটটা খেলতে পেরেছি। এখন আরও মন দিয়ে খেলতে হবে। সামনে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপও আছে। সব জায়গাতেই রান করতে হবে। আশা করি আমার বাবার অভাব ঘোচাতে পারব। আর মনে হয় ফুচকা বিক্রি করতে হবে না। শুধু ক্রিকেটটাই খেলতে পারব।
