আইপিএল নিলামে এবার বিদেশিরাই দামের দিক থেকে ছক্কা হাঁকালেন। প্যাট কামিন্স ১৫.৫০ কোটি টাকার বিনিময়ে কেকেআর-এ এলেন। গ্লেন ম্যাক্সওয়েল কিংস ইলেভেন পাঞ্জাবে এলেন ১০.৭৫কোটিতে। আরসিবিতে গক্রিস মরিস এলেন ১০কোটি টাকায়। কিংস ইলেভেন পাঞ্জাবে শেলডন কট্রেল এলেন ৮.৫ কোটিতে। মুম্বাই ইন্ডিয়ান্সের নাথান কুন্টারকাইল গেলেন ৮কোটি টাকায়।

কিন্তু ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি টাকায় কে বিক্রি হলে জানেন? এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে সব থেকে কম উচ্চারিত নাম এবং বোলার পীযূষ চাওলা। ৬.৭৫ কোটি টাকায় ধোনির চেন্নাই কিংস কিনেছে তাকে। নিলামের আরেক চমক বাঙালি বোলার বরুণ চক্রবর্তী। এবারও তিনি নাইট রাইডার্সের ঘরে এলেন ৪কোটি টাকায়। অবশ্যই বড় চমক মুম্বইয়ের ফুটপাতে থাকা ফুচকা বিক্রি করে ক্রিকেট খেলা তরুণ যশস্বী জয়সওয়াল, যাকে রাজস্থান রয়্যালস কিনে নিল ২কোটি ৪৯ লক্ষ টাকায়।
