Thursday, November 13, 2025

ফোর্বসের 100 জনের তালিকায় প্রথম ক্রীড়াবিদ হিসেবে শীর্ষে বিরাট কোহলি

Date:

Share post:

কিং কোহলি’র মুকুটে আরও একটি পালক৷

বলিউডের সব বড় তারকাকে পিছনে ফেললেন তিনি৷ ফোর্বস ইন্ডিয়ার সেরা সেলিব্রিটির তালিকার শীর্ষে বিরাট কোহলি৷ এই প্রথম কোনও ক্রীড়াবিদ শীর্ষে পৌঁছলো৷ অতীতে সেরা 10-এ জায়গা পেয়েছেন এমএস ধোনি ও সচিন তেন্ডুলকর৷ এবার বিরাট কোহলি এক ধাক্কায় ছিটকে দিলেন বলিউডের বড় বড় তারকাদের।

ফোর্বসের ভারতীয় সেলিব্রিটিদের 100 জনের তালিকায় প্রথমবার শীর্ষে জায়গা করে নিলেন ভারতের ক্রিকেট অধিনায়ক। এর আগে শীর্ষ স্থান দখলে থাকতো মূলত অভিনেতাদেরই।
2018-র 1 অক্টোবর থেকে 2019-এর 30 সেপ্টেম্বর পর্যন্ত বিরাট কোহলি রোজগার করেছে 252.72 কোটি টাকা। এই কারনেই তিনি পৌঁছে গেলেন শীর্ষে৷

ফোর্বসের তথ্য অনুযায়ী বিরাট কোহলির পর দ্বিতীয় স্থানে রয়েছেন অভিনেতা অক্ষয় কুমার৷ তাঁর রোজগার 293 কোটি টাকা৷ তিন নম্বরে রয়েছেন সলমন খান। 2016 থেকেই সেরা তিনে নিজেকে ধরে রেখেছেন সলমন।

প্রশ্ন উঠতে পারে, কেন বিরাট কোহলির থেকে বেশি রোজগার হওয়া সত্বেও দ্বিতীয় স্থানে অক্ষয় কুমার ? তাঁর জবাব দিয়েছে ফোর্বস।
ফোর্বস জানিয়েছে, ‘‘সেলিব্রিটি র‍্যাঙ্ক তৈরি হয় তাঁর রোজগারের পাশাপাশি তাঁদের প্রিন্ট ও সোশ্যাল মিডিয়া সার্চ দিয়েও। কোনও কোনও সেলিব্রিটি চাহিদার দিক থেকে অনেক উচ্চতায় থাকেন, টাকার নিরিখে এগিয়ে আছেন যারা, তাঁদের থেকেও। আবার কারও টাকা থাকলেও চাহিদা তেমন থাকে না।”
ফোর্বস ইন্ডিয়ার বলেছে, কোহলি টাকা রোজগার করেন ম্যাচ ফি থেকে, BCCI-এর সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে, ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে এবং ইনস্টাগ্রামের পোস্ট থেকে। প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনি এবং মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর অতীতে সেরা 10-এ পৌঁছেছিলেন। 5 ও 9 নম্বরে জায়গা করে নিয়েছিলেন তাঁরা। ফোর্বসের তথ্য বলছে,অবসরের বছরেও তেন্ডুলকর বাড়তি পয়েন্ট পেয়ে সেরা দশে পৌঁছেছিলেন৷

spot_img

Related articles

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...