Wednesday, November 19, 2025

থানার মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ফ্রেজারগঞ্জ থানার ওসি-র

Date:

Share post:

নজিরবিহীন !

থানার মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন দক্ষিণ 24 পরগণার ফ্রেজারগঞ্জ থানার ওসি গৌতম বিশ্বাস৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বুধবার রাতে৷ এলাকায়
ছড়িয়েছে চাঞ্চল্য৷ গৌতম বিশ্বাসের বাড়ি উত্তর 24 পরগনা সোদপুর এলাকায়। পরিবারে স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পারিবারিক কোনও চাপে উনি ছিলেন কি’না, তা এখনও স্পষ্ট নয়।
ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি গৌতম বিশ্বাস মাত্র কয়েক মাস আগে এই থানার দায়িত্ব নিয়েছিলেন। এমনিতে ওই থানা এলাকায় অপরাধ প্রবণতা বা অপরাধের চাপ খুব একটা নেই। তবে তীব্রভাবেই আছে রাজনৈতিক ঝামেলা, গোলমাল এবং সমস্যা। সূত্রের খবর, থানা প্রশাসন পরিচালনা নিয়ে থানার কিছু অফিসারের সঙ্গে ওসির একটি মানসিক দূরত্ব ছিল। সেই সমস্যা নাকি দিনে দিনে বাড়ছিল৷

ওসি গৌতম বিশ্বাস থানারই ওপরের ঘরে থাকতেন। বুধবার রাতেও প্রতিদিনের মত সমস্ত কিছু সামলে নিজের ঘরে ঘুমাতে যান। বৃহস্পতিবার সকালে বড়বাবুর ঘুম থেকে ওঠার দেরি দেখে, ওপরে গিয়ে ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় দু’জন সিভিক ভলান্টিয়ার জানলা দিয়ে ভিতরে উঁকি দেন৷ তখনই তাঁরা দেখেন বড়বাবুর ঝুলন্ত মৃতদেহ ৷ সঙ্গে সঙ্গে ডাক্তারকে খবর দেওয়া হয়৷ তবে তিনি এসে ওসি-কে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, ওসি’র এই আত্মহত্যার কারণ নিয়ে সহকর্মীরা ধন্দে রয়েছেন। প্রতি রাতে হেডকোয়ার্টারে যে রিপোর্ট পাঠাতে হয়, বুধবারেও ওসি তা পাঠিয়েছিলেন। কোনও অস্বাভাবিকত্ব দেখতে পাওয়া যায়নি। থানার সহকর্মীদের ধারনা, বেশ কয়েকদিন ধরে কোনও কারনে মানসিক অবসাদে ভুগছিলেন৷ ঘন ঘন প্রায়ই বাড়ি যাচ্ছিলেন।

spot_img

Related articles

নীতীশ কুমারের নামেই সিলমোহর, আগামিকালই দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ

নীতীশ কুমারের নামেই সিলমোহর। তাঁকেই বিহার বিধানসভায় (Bihar Assembly) NDA-র নেতা হিসেবে বেছে নেওয়া হল বুধবার। বিকেলে রাজভবনে...

মাদ্রাসা নিয়োগে রাজ্যকে এড়ানো? নথি তলব সুপ্রিম কোর্টের

রাজ্যের বিভিন্ন প্রান্তের মাদ্রাসায় শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে পশ্চিমবঙ্গ সরকারকে কীভাবে এড়ানো হল—তা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম...

ফুটবল বিশ্বকাপে চমক, নয়া এন্ট্রি দেড় লক্ষ জনসংখ্যার দেশ কুরাসাও-র!

বছর ঘুরলেই ক্রীড়া জগতে একের পর এক মেগা টুর্নামেন্ট। তা সে টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্বকাপ হোক বা ফিফা...

কৃষকদের পাশে রাজ্য, শস্য বিমা নিয়ে নবান্নে উচ্চস্তরের পর্যালোচনা সভা

নবান্নে বুধবার শস্য বিমা প্রকল্পের অগ্রগতি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা নিয়ে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা। সাম্প্রতিক...