Thursday, January 1, 2026

হিন্দু ‘চাচাদের’ উদ্যোগে বিয়ে বাঁচল মুসলিম ‘ভাইঝির’

Date:

Share post:

সিএএ-র বিরোধিতায় যখন জ্বলছে যোগীর রাজ্য, নাগরিকত্ব আইনের প্রতিবাদ করে পুলিশের গুলিতে মৃত একাধিক বিক্ষোভকারী, তখন এক সম্প্রীতির ছবি দেখল কানপুর তথা সারা দেশ।

অশান্তির আবহেই ২১ তারিখ কানপুরের প্রতাপগড়ের বাসিন্দা হসনৈন ফারুকের বিয়ে ঠিক হয়েছিল কানপুরে বকরগঞ্জের পাত্রী জিনাতের সঙ্গে। শাদি করতে যাওয়ার পথে বিক্ষোভের মধ্যে রাস্তায় আটকে পড়েন বর ও বরযাত্রী। জিনাতের বাড়িতে ফোন করে পরিস্থিতি জানান তাঁরা। এই কথা কানে যায় প্রতিবেশী বিমল চাপাড়িয়ার। প্রতিবেশীর মেয়ের বিয়ে আটকে যেতে পারে শুনেই বিমল ডেকে নেন তাঁর দুই বন্ধু সোমনাথ ও নীরজ তিওয়ারিকে। সবাই মিলে মোট ৫০ জন জড়ো হন। বিয়েবাড়ি থেকে দেড়-দু’কিলোমিটার দূরে ফারুকদের কাছে পৌঁছন তাঁরা। মানববন্ধন করে ঘিরে ফেলেন ৭০ জন বরযাত্রীর দলটিকে। হিন্দুভাইদের ঘেরাটোপে নির্বিঘ্নে বিয়ের আসরে পৌঁছন বর সহ বরযাত্রী।

বিমল চাপাড়িয়া জানান, জিনাতকে ছোট থেকে দেখেছেন। তাঁর বিয়ে আটকে যাচ্ছে দেখে তিনি চুপ করে বসে থাকতে পারেননি। প্রতিবেশী হিসেবে এটা তাঁর কর্তব্য বলে মনে করেন বিমল। আর জিনাত জানিয়েছেন, ‘বিমল চাচা’র মতো পড়শিরা না থাকলে, তাঁর বিয়েটাই ভেঙে যেত।

নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিক পঞ্জি নিয়ে দেশজুড়ে বিক্ষোভের আঁচ। ধর্মের ভিত্তিতে বিভেদ তৈরির চেষ্টা চলছে চারদিকে। এর মধ্যে জিনাতের বিয়ের আসরে ‘বিমল চাচা’ আর বন্ধুদের ভূমিকা সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করল।

আরও পড়ুন-ইসলামপুরে পরিত্যক্ত চা-বাগানের জমি দখল ঘিরে মৃত এক

 

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...