বান্ধবীকে গেস্ট হাউসে নিয়ে গিয়ে তাঁর শ্লীলতাহানি করলো সহপাঠীর। অভিযুক্ত যুবক অনিরুদ্ধ পাঁজা (২৩)-কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অনিরুদ্ধ এবং ওই তরুণী ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। বন্ধু অনিরুদ্ধের কথা মতো শিয়ালদহ স্টেশনে আসেন তার বান্ধবী। সেখান থেকে তারা যায় আনন্দপুর থানা এলাকার মাদুরদহের একটি গেস্ট হাউসে। আর সেখানেই তরুনীকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
ওই গেস্ট হাউস থেকেই ফোনে করে পুরো বিষয়টি তাঁর মাকে জানান ওই তরুণী। নিগৃহীতার মা খবর দেয় পুলিশে। এরপর আনন্দপুর থানার পুলিশ ওই গেস্ট হাউস থেকে উদ্ধার করে তরুণীকে। একইসঙ্গে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

ছবি – প্রতীকী

