কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বাবুল সুপ্রিয়র মন্তব্যের কড়া জবাব দিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। যাদবপুর সমাবর্তনে কৃতি ছাত্রীর মঞ্চে উঠে সিএএ-র প্রতিলিপি ছিঁড়ে ফেলার ঘটনাকে কটাক্ষ করা ফেসবুক পোস্ট নিজের ওয়ালে শেয়ার করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাতে এক মুসলিম তরুণের কমান্টে বাবুল তাঁকে “তাঁর দেশে” পাঠানোর নিদান দেন। তার জবাব দিয়েছেন সিপিএম নেতা শতরূপ। তিনি স্পষ্ট বলেছেন, এটাই ওই তরুণের দেশ। ও অন্য দেশে যাবে কেন? এর পরেই সুর চড়িয়ে তিনি বলেন, “কারও বাবার ক্ষমতা থাকলে, ওকে দেশ থেকে তাড়িয়ে দেখাক”। এরপরেই শতরূপ সংবাদ মাধ্যমকে জানান, এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন, আগে সিএএ-র মাধ্যমে দেশের মানুষের নাগরিকত্ব সুনিশ্চিত করা হবে। তারপর এনআরসি তালিকা তৈরি এবং ‘বিদেশিদের’ তাড়ানো হবে। এদিকে ওনাদের মন্ত্রী বাবুল সুপ্রিয় ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন, কে দেশে থাকবে আর কে থাকবে না। সূত্রের খবর, এই বিষয়ে যদি বাবুল সুপ্রিয় কোনও জবাব না দেন, তা হলে প্রধানমন্ত্রীর কাছে গিয়েও তাঁর মন্ত্রিসভার সদস্যের মন্তব্যের বিষয়ে জবাবদিহি করতে পারে বামেরা।
