যিনি নাকি ” শ্রেষ্ঠ পুলিশ অফিসার”, তাঁকে কেন পুলিশ থেকে সরানো হল?
এডিজি সিআইডির পদ থেকে রাজীব কুমারকে তথ্যপ্রযুক্তি দপ্তরের প্রধান সচিব পদে বদলির পর এই চর্চা এখন তীব্র। আইপিএসকে যেতে হচ্ছে আইএএসের দায়িত্ব সামলাতে।
প্রশ্ন হল কেন?
রাজীবকুমারের এহেন বদলি রুটিন বা স্বাভাবিক হতে পারে না। তাহলে?
সম্ভাবনা:
1) রাজীব নিজেই এধরণের বদলি চেয়েছিলেন। তিনি এখনকার মানসিক অবস্থায় পুলিশের চাপ নিতে পারছিলেন না।
2) নবান্ন শীর্ষমহলই বিশেষ কোনো কারণে রাজীবকে পুলিশ থেকে সরিয়ে এই পদে পাঠিয়েছে। নবান্ন দূরত্ব বাড়াচ্ছে, এমন জল্পনাও আছে।
3) এই বদলি কি রাজীবের আইনি যুদ্ধে কোনো সুবিধে দেবে? সম্ভাবনা কম।

এখন দেখার বিষয় রাজীব এই বদলিকে কীভাবে নেন। কোমর বেঁধে আবার নতুন কাজে নামেন কিনা।

কিন্তু প্রশ্ন সেই একই। যিনি নাকি “শ্রেষ্ঠ পুলিশ”, তাঁকে পুলিশের কাজ থেকেই সরিয়ে দেওয়া হল কেন?
