ফের আসরে শিবসেনা নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদি। মহারাষ্ট্রের পূর্বতন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের স্ত্রী অমৃতার একটি মন্তব্য নিয়ে তিনি কটাক্ষ করলেন । বললেন, মহারাষ্ট্রের সরকারি কর্মচারীদের বেতনের অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের নেপথ্যে ছিল রাজনৈতিক বিদ্বেষ । তিনি সেখানকার কর্মী বলেই ওই বেতনের অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাঙ্কে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ফড়ণবীসের জমানায়।
মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের জোট সরকারের পর ঠাণে পুরসভাও একই সিদ্ধান্ত নেওয়ার পর শনিবার টুইটে অমৃতাকে কটাক্ষ করেন প্রিয়ঙ্কা।শিবসেনা নেত্রী তাঁর টুইটে লিখেছেন, ‘‘আমি খুবই অবাক হয়ে যাচ্ছি এটা দেখে যে, উনি সরকারি কর্মচারীদের বেতনের অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের মধ্যে রাজনৈতিক বিদ্বেষের গন্ধ খুঁজে পাচ্ছেন। উনি যদি এতে রাজনৈতিক বিদ্বেষ খুঁজে পান, তা হলে বলতে হবে, উনি কাজ করেন বলেই পূর্বতন মুখ্যমন্ত্রী ওই অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাঙ্কে নিয়ে যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন।’’ টুইটে তিনি ঠাকরে সরকারের কাছে দাবি জানিয়েছেন, অ্যাক্সিস ব্যাঙ্কে ওই অ্যাকাউন্ট সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া স্বচ্ছ ছিল কি না, তার তদন্ত করে দেখা হোক।
