বিস্ফোরক দিলীপ ঘোষ। জেএনইউ কাণ্ড নিয়ে বললেন, এবার হিসাব বরাবর হচ্ছে। শিক্ষাঙ্গনে মারামারি কারা আমদানি করেছে? কমিউনিস্ট আর কংগ্রেসিরা। ওরা যা-যা করেছে তার ফল পাচ্ছে। আর রাজ্যের শাসক দলের সহমর্মিতা প্রসঙ্গে বলি, যখন বাবুল সুপ্রিয়কে বিশ্ববিদ্যালয়ের মধ্যে মারা হলো, হেনস্তা করা হলো, তখন কোথায় ছিল রাজ্য সরকারের সহমর্মিতা? বিশ্ববিদ্যালয়ে দেশ বিরোধী কাজ হবে, আর সকলে চুপ করে বসে থাকবে সেটা তো হয় না! তবে হ্যাঁ, যারা এসব করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
