২০ ঘণ্টার পরেও হল না এফআইআর!

অবস্থা যে হাতের বাইরে যাচ্ছে, সে বুঝে প্রথম ট্যুইট প্রাক্তনী, দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের, তারপর বিদেশমন্ত্রী জয়শঙ্করের। আর ঘটনার প্রায় কুড়ি ঘন্টার পরেও এফআইআর দায়ের করতে পুলিশের গাছাড়া মনোভাবে বিজেপির দ্বিচারিতার প্রশ্ন সামনে এসে গিয়েছে, বলল কংগ্রেস। আশ্চর্যের হল পড়ুয়ারা আক্রান্ত এবং রক্তাক্ত হওয়ার পরেও জেএনইউ কর্তৃপক্ষ কোনও অভিযোগ দায়ের না করায় উপাচার্যের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এমনিতেই তাঁর বিরুদ্ধে পড়ুয়াদের অভিযোগ, তিনি আসলে বিশ্ববিদ্যালয়ে বিজেপির মুখপাত্র। জয়েন্ট পুলিশ কমিশনারকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন  স্বরাষ্ট্রমন্ত্রী। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ডেকে পাঠিয়েছে জেএনইউর রেজিস্ট্রার, প্রোক্টর ও রেক্টরকে। গতকাল রাতেই দিল্লি পুলিশের সঙ্গে জেএনইউ কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষিকাদের বৈঠক হয়। কিন্তু তারপরেও একজনও অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বাড়ছে পড়ুয়া মহলে। যার বহিঃপ্রকাশ ঘটতে পারে আজকের মিছিল, বিক্ষোভে।

আরও পড়ুন-হিসাব বরাবর হচ্ছে! কী বললেন দিলীপ?

Previous articleহিসাব বরাবর হচ্ছে! কী বললেন দিলীপ?
Next articleমসজিদে লাল পতাকা উড়িয়ে কী ‘বার্তা’ দিল ইরান?