দিল্লির ভোট যে দুয়ারে কড়া নাড়ছে, তা বোঝা গিয়েছিল প্রথমে প্রধানমন্ত্রীর লাল চকের সভায়। তারপর রবিবার অমিত শাহের বুথকর্মীদের সভায়। আজ, সোমবার, বিকেল সাড়ে তিনটেতে নির্বাচন কমিশন দিল্লির ভোটের নির্ঘন্ট প্রকাশ করবে। এক দফাতেই ভোট হবে বলে ধারণা। ফলে আজ থেকে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শাহিনবাগ থেকে জেএনইউ কাণ্ড নিয়ে বিজেপি এই মুহূর্তে বিজেপি বিরোধী সমালোচনার মুখে। কিন্তু ভারত জয়, হলেও দিল্লি জয় করতে মরিয়া বিজেপি। পরপর পাঁচ রাজ্যে ধাক্কা খাওয়ার পর এবার সর্বশক্তি দিয়ে রাজধানী জয়ে নামতে তৈরি।

আরও পড়ুন-কড়া পাহারা গেটে, তাহলে কোন পথে জেএনইউ হস্টেলে ঢুকল বহিরাগতরা?
