Thursday, December 18, 2025

“নিষ্ক্রিয় ছিল পুলিশ”, মাথায় ১৬টি সেলাই নিয়েই বললেন ঐশী

Date:

Share post:

পরিকল্পিত হামলা চালিয়েছিল এবিভিপি। মাথায় ১৬টি সেলাই নিয়ে হাসপাতাল থেকে বেরিয়েই হামলার বিরুদ্ধে সুর চড়ালেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, রবিবার জেএনইউ-র হামলার নিন্দায় সরব হন তিনি।

ঘটনার দিনের বর্ণনা করতে গিয়ে ঐশী বলেন, রবিবার সন্ধেয় বিশ্ববিদ্যালয় চত্বরে আরএসএসের কর্মী ও অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের ভিড় বাড়তে থাকে। তাঁরা পুলিশকে সেই বিষয়ে জানিয়েও ছিলেন। এমনকী, যখন পড়ুয়াদের উপর হামলা হচ্ছে, তখনও তাঁরা পুলিশের সাহায্য চান। কিন্তু দিল্লি পুলিশ কোনও পদক্ষেপই করেনি বলে অভিযোগ এসএফআই নেত্রীর। তিনি বলেন, এই হামলাকে অতর্কিত উত্তেজনা থেকে আক্রমণ বলে জানিয়েছে অনেকে। সেই তত্ত্ব খারিজ করে ঐশী জানান, পরিকল্পিতভাবেই তাঁদের উপর হামলা চালানো হয়েছে। এই জন্যই বিজেপি-র শাখা সংগঠনের কর্মী-সমর্থকরা জেএনইউ চত্বরে রবিবার সন্ধে থেকেই জড়ো হন।

উপাচার্য জগদেশ কুমারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ঐশী। জেএনইউ-র সংসদের সভানেত্রী অভিযোগ করেন, ফি বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন জেএনইউটিএফ তরফে তাঁদের হুমকি দেওয়া হচ্ছিল। এদিকে হামলার ঘটনার দায় বিক্ষোভকারীদের উপরেই চাপিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জগদেশ কুমার। তার জবাবে ঐশী অভিযোগ করেন, উপাচার্যের জন্যই চত্বরে হিংসা ছড়িয়েছে। তাঁর ইস্তফা দেওয়া উচিত।

তাঁর শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছে। সহপাঠীরা অ্যাম্বুল্যান্স ডেকে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু মেরে তাঁদের দমানো যাবে না। হামলার পর কী পদক্ষেপ করা হবে তা নিয়ে সতীর্থদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এসএফআই নেত্রী। তবে, তাঁর স্পষ্ট মত, হিন্দুত্ববাদী গুন্ডাদের বিরুদ্ধে তাঁদের লড়াই চলবে। জেএনইউ তাঁদের বাড়ি, সেই বাড়ি থেকে তাঁদের উৎখাত করা যাবে না।

আরও পড়ুন-জেএনইউ কাণ্ড: পাল্টা আঘাত ফিরিয়ে দিতে রাজপথে প্রেসিডেন্সি!

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...