নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসির দিন ঘোষণা

নির্ভয়াকাণ্ডের ফাঁসির সাজা বহাল রাখল পাটিয়ালা হাউজ কোর্ট। ২২ জানুয়ারি সকাল ৭টায় ৪ দোষীর ফাঁসি কার্যকর করার নির্দেশ দিয়েছে আদালত। আগেই দোষীদের প্রাণদণ্ডের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরেও সাজা মকুবের আর্জি জানায় এক দোষী। সেই আবেদনও খারিজ হয়ে যায়। এদিকে, আদালতে দ্রুত ফাঁসির সাজা কার্যকর করার আবেদন জানান নির্ভয়ার বাবা-মা। সেই প্রেক্ষিতেই মঙ্গলবার, এই রায় দেওয়া হয়েছে। পাটিয়ালা হাউজ কোর্টের রায়ের খুশি নির্ভয়ার মা আশা দেবী। আদালতের দীর্ঘসূত্রিতা নিয়ে একসময় ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। বলেছিলেন, “আমার মেয়ে এত বছর আগে মারা গিয়েছে, আর আমরা প্রতিদিন আদালতের দরজায় সুবিচার চেয়ে মরছি”।
তবে, পাটিয়ালা হাউজ কোর্ট দোষীদের বিকল্প আইনি ব্যবস্থা করার জন্য ১৪দিন সময় দিয়েছে। এর মধ্যে যদি আইনের ফাঁক গলে নির্ভয়াকাণ্ডের ৪ দোষী বেরিয়ে যেতে না পারে, তাহলে ২২ তারিখ সকাল ৭টাতেই তাদের ফাঁসি কার্যকর হবে।

Previous articleসিএএ-র বিরোধিতায় রানি রাসমণি রোডে ধর্ণায় বসবে তৃণমূল যুব এবং ছাত্ররা
Next article‘ট্রাম্প, তোমার শেষের দিনের কাউন্ট ডাউন শুরু!’