Thursday, May 15, 2025

দিলীপ করেননি, পদযাত্রা থামিয়ে অ্যাম্বুল্যান্সকে জায়গা দিয়ে তফাত বোঝালেন মমতা

Date:

Share post:

তফাত এখানেই৷

জনতার মধ্য থেকে, জনতার পাশে থেকে উঠে আসা নেত্রী এমনই হয়৷

CAA ও NRC-র প্রতিবাদে বৃহস্পতিবার মধ্যমগ্রাম থেকে বারাসতে পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক সময়ে দেখা যায় পদযাত্রার সামনে একটি অ্যাম্বুল্যান্স এসে আটকে পড়েছে৷ সে খবর শোনামাত্রই নিজে তৎপর হন মমতা। সঙ্গে সঙ্গে পদযাত্রায় সামিল হওয়া প্রত্যেককে একদিকে সরে গিয়ে অ্যাম্বুল্যান্সটিকে
জায়গা করে দিতে নির্দেশ দিলেন৷ নেত্রীর নির্দেশে তৎক্ষণাৎ সতীর্থরা জায়গা করে দিলেন৷
অ্যাম্বুল্যান্সটি পার হয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
স্বাভাবিক গতিতে ফের এগোতে থাকলো ওই পদযাত্রা৷

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গত সোমবার যখন নিজের সভার বিঘ্ন ঘটিয়ে অ্যাম্বুল্যান্সকে পর্যন্ত যাওয়ার পথ দেননি, সেখানে প্রকৃত জননেত্রী মমতা দেখালেন এবং বোঝালেন, মানবিকতার অভাব থাকলে, মানুষের কথা বলার অধিকারও থাকেনা৷ আর সেক্ষেত্রেও মমতা অনন্যা ৷

সেদিন কৃষ্ণনগরের মঞ্চে বক্তব্য রাখছিলেন রাজ্য রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মঞ্চের সামনে হাজারো লোকের ভিড়। সে সময় পথ চাইছিলো একটি অ্যাম্বুল্যান্স। কিন্তু কোনওভাবেই ছাড়া হল না রাস্তা। বরং দিলীপ ঘোষ বললেন, ‘এখান দিয়ে যেতে দেওয়া হবে না। লোকে রাস্তায় বসে আছে। ডিসটার্ব হবে। ঘুরিয়ে অন্য দিক দিয়ে যান।’
পরে জানা গেল, সেই অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল এক গর্ভবতী মহিলাকে। সেই কারণে এবার বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে কৃষ্ণনগর কোতয়ালি থানায় দায়ের হয়েছে অভিযোগও।

সেদিন দিলীপ ঘোষের হুমকিতে অ্যাম্বুল্যান্স ঘুরে যাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। তদন্তে দেখা যায়, দিলীপ বাবুর কথা ঠিক নয়৷ ওই অ্যাম্বুল্যান্স খালি ছিল না৷ তাতে এক প্রসূতি ছিলেন।
বৃহস্পতিবার মমতার বাস্তববোধ দেখে বিরোধীরাও বলেছেন, কেবল নীতি-আদর্শেই নয়, মানুষ হিসেবেও দু’জনের মধ্যে আকাশ-পাতাল ফারাক৷

spot_img

Related articles

রাজ্যের ১৭ বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগে আচার্যর আপত্তি কেন? দেখবে বিচারপতি ললিতের কমিটি

রাজ্যে ১৭টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ নিয়ে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose) আপত্তির কারণ...

নাইট শিবিরে যোগ দিলেন রাসেল, নারিন-সহ ক্যারিবিয়ান ব্রিগেড

কেকেআর(KKR) সমর্থকদের স্বস্তি। বেঙ্গালুরুতে পৌঁছল নাইট রাইডার্সের ক্যারিবিয়ান ব্রিগেড। আগামী ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কলকাতা...

মুখ্যমন্ত্রী হতে চেয়ে উন্নয়নে বাধা শুভেন্দুর, বাংলার ক্ষতি বিজেপির: তৃণমূল যোগ দিয়ে বিস্ফোরক বার্লা

লক্ষ্মীবারের দুপুরে পদ্ম শিবিরে যোগ ধাক্কা। বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা (John...

দল নির্বাচনের আগে সিদ্ধি বিনায়কের মন্দিরে গৌতম গম্ভীর

ভারতীয় দল নির্বাচনের আগে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে(Siddhi Vinayak Temple) সস্ত্রীক গৌতম গম্ভীর(Gautam Gambhir)। আগামী মাসেই ইংল্যান্ডের(England) বিরুদ্ধে...