Friday, August 22, 2025

নির্ভয়া-অপরাধীদের অঙ্গদানের অনুরোধ জানাতে চায় এক স্বেচ্ছাসেবী সংস্থা

Date:

Share post:

আদালতে বেনজির আবেদন৷

RACO নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার
প্রতিষ্ঠাতা রাহুল শর্মা আদালতে আবেদন জানিয়েছেন, তিনি নির্ভয়া গণধর্ষণ ও হত্যার ঘটনায় চার সাজাপ্রাপ্তের সঙ্গে কথা বলতে চান৷ ওই 4 সাজাপ্রাপ্তের সঙ্গে কথা বলে তাদের অঙ্গদানের অনুরোধ জানাতে চান রাহুল শর্মা।

নির্ভয়া গণধর্ষণ ও হত্যার ঘটনায় ফাঁসির সাজাপ্রাপ্ত 4 জনের সঙ্গে একবার সাক্ষাতের পাশাপাশি তাদের অঙ্গদানের আবেদন জানাতে চেয়ে পেশ করা আর্জির শুনানি বৃহস্পতিবার হওয়ার কথা থাকলেও শুনানি হবে শুক্রবার, এমনই জানায় দিল্লি আদালত। RACO-র প্রতিষ্ঠাতা রাহুল শর্মা আদালতে আবেদন জানান, তিনি 4 সাজাপ্রাপ্ত দোষীর সঙ্গে কথা বলে তাদের অঙ্গদানের অনুরোধ জানাতে চান। শর্মার যুক্তি, অঙ্গদান করতে ওই 4 জন রাজি হলে কিছু মুমূর্ষু মানুষ যেমন জীবন ফিরে পাবেন তেমনই সাজাপ্রাপ্তদের পরিবার একটু হলেও সান্ত্বনা পাবেন এই ভেবে, ঘৃণ্যতম অপরাধের পরেও শেষ মুহূর্তে তারা ভালো কিছু কাজ করে গিয়েছে।

প্রসঙ্গত, গত 7 জানুয়ারি নির্ভয়া কাণ্ডে দিল্লি কোর্ট ফাঁসির সাজা শোনায় চার অপরাধী, বিনয়, পবন, মুকেশ আর অক্ষয় সিংকে। আদালত বলেছিলো, আগামী 22 জানুয়ারি সকাল 7টায় তিহার জেলে তাদের ফাঁসি হবে। এরপরেই ওই NGO-র তরফে আইনজীবী ঋষি কাপুর, শিবম শর্মা এবং অঙ্কুর গোগিয়া আদালতের কাছে আবেদন জানান, মনোবিদ, আধ্যাত্মিক গুরু ও আইনজীবীদের নিয়ে ওই 4 জনের সঙ্গে দেখা করতে চান তাঁরা। বোঝাতে চান, কী ভীষণ ভয়ঙ্কর অপরাধ করেছে তারা। পাশাপাশি, অঙ্গদানের মত মহৎ কাজেও সামিল করতে চান তাদের। NGO-র দাবি, এই প্রস্তাবে রাজি হয়েছে 4 সাজাপ্রাপ্ত। তাদের পরিবারের সদস্যদের কথা ভেবেই রাজি হয়েছে তারা। এতে কিছুটা হলেও অপরাধের ভার লাঘব হবে। NGO- র যুক্তি, এই অপরাধীদের অঙ্গদান সমাজে নজিরবিহীন উদাহরণ তৈরি করবে।

এদিকে 4 সাজাপ্রাপ্তের মধ্যে 2জন, বৃহস্পতিবার আদালতে “কিউরেটিভ- পিটিশন” দাখিল করে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে৷ এই আবেদনের শুনানির দিন এখনও ধার্য হয়নি৷

spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...