Sunday, November 16, 2025

ব্যারিকেড ভেঙে মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চের সামনে বিক্ষোভ বাম ছাত্র-যুবদের, ধর্মতলায় ধুন্ধুমার

Date:

Share post:

রানি রাসমণি রোডে তৃণমূল ছাত্র পরিষদের NRC-CAA বিরোধী ধর্নামঞ্চে হঠাৎ অভিযান বাম ছাত্র-যুব সংগঠনগুলির। তখন মঞ্চে ছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঞ্চের চারপাশে তৃণমূলের বিরাট সংখ্যক ছাত্র-ছাত্রীরা। খুব স্বাভাবিক ভাবে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

পুলিশের তিনটে ব্যারিকেড ভেঙে এগিয়ে ধর্ণা মঞ্চের দিকে এগিয়ে যায় বাম-ছাত্র যুবরা। যার ফলে পৃথক মনোভাবাপন্ন ছাত্র-যুবদের সংগঠন মুখোমুখি চলে আসায় ধুন্ধুমার। পরিস্থিতি দেখে মঞ্চ থেকে শান্তি বজায় রাখার বার্তা দেন তৃণমূল নেত্রী স্বয়ং। তা সত্ত্বেও বাম ছাত্র-যুবদের বিক্ষোভ আটকানো যাচ্ছে না।

তৃণমূলের ছাত্রদের সংখ্যা বেশি থাকায় পিছু হতে SFI DYFI, তারা চলে যায় Y চ্যানেলের দিকে। এবার বিশাল সংখ্যক তৃণমূল ছাত্র যুবরা চ্যানেলের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আরও লোক বাড়ছে তৃণমূল শিবিরে। ধর্মতলায় ব্যাপক জমায়েত করছে তৃণমূল। বাইক , ছোট হাতিতে করে বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলা আসছে তৃণমূলের লোকেরা।  নেত্রীর কড়া নির্দেশ, কোনও পক্ষেরই কোনওরকম অশান্তি বরদাস্ত করা হবে না। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। ছাত্র সংঘর্ষ এড়াতে ধর্মতলা চত্ত্বরে বিশাল বাহিনী পাঠাচ্ছে লালবাজার। বাম ছাত্র যুবদের সঙ্গে যোগ দিয়েছে যাদবপুরের নকশালপন্থী পড়ুয়ারা। অন্যদিকে, ধর্মতলার দখল নিয়েছে তৃণমূল। সেন্ট্রাল এভিনিউ, চিত্তরঞ্জন এভিনিউ, লেলিন সরণি, এস এন ব্যানার্জি রোড, পার্ক স্ট্রিট, স্ট্যান্ড রোডের দিক থেকে প্রচুর তৃণমূল সমর্থক আসছে। তবে মুখ্যমন্ত্রীর সাফ কথা, “আমাকে ঘেরাও করে, চমকে ধমকে লাভ নেই। আমি জানি সিপিএম-কংগ্রেসের সঙ্গে বিজেপির আতাত আছে। আমাকে লোক দেখলে, আমিও লোক দেখতে পারি। কিন্তু আমি শান্তির পক্ষে”।

spot_img

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...