বাগানের উপক্ষার জবাব দিয়ে সনির গায়ে লাল-হলুদ!

বছরের সবচেয়ে বড় চমক। মোহনবাগানের ‘স্টেন ম্যান’ সনি নর্ডি লাল হলুদের জার্সি গায়ে নামতে চলেছেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯তারিখের ডার্বি ম্যাচে সনির লাল হলুদে অভিষেক।

ইতিমধ্যে কথাবার্তা চূড়ান্ত। প্রাথমিক সম্মতি দিয়েছেন সনি। আজারবাইজানের ক্লাব জিরা এফকে থেকে ছাড়পত্র নিয়ে নিয়েছেন। এই ক্লাবের সঙ্গে দীর্ঘদিন ধরে সনির দূরত্ব বাড়ছিল। সাম্প্রতিক ছেলের জন্মদিন সেলিব্রেট করতে দুবাই গিয়েছিলেন সনি। সেই সময়ে মোহনবাগানে ফেরা নিয়ে ব্যক্তিগতভাবে তিনি উদ্যোগ নেন। কথা বলেন মালয়েশিয়ার ক্লাবের সঙ্গেও। কিন্তু তিনি দেখেন চামোরো ও কালিনাসের পরিবর্তে পাপা ও তুরসভের নাম ঘোষণা করা হয়ে গিয়েছে বাগানে। ফলে তখন থেকেই বিকল্প ভাবতে শুরু করেন। এর মাঝেই ইস্টবেঙ্গলের অফার আসে এবং টাকার অঙ্ক অনেকটাই বেশি। পাশাপাশি মোহনবাগানের উপেক্ষার জবাব দেওয়াও দরকার ছিল। সেই কারণে লাল হলুদে যাত্রা।

আরও পড়ুন-মাঝ আকাশে মহিলা বললেন, গায়ে বিস্ফোরক, ফাটতে পারে যে কোনও সময়ে!