Saturday, August 23, 2025

দিলীপ অযোগ্য-অপদার্থ! বলেন কী বিজেপি নেতা!

Date:

Share post:

দিলীপ ঘোষের শুট আউট মন্তব্য জমজমাট। দলেই একে একে বিরুদ্ধ স্বর বাড়ছে। প্রথমে ট্যুইট সর্বস্ব নেতা বাবুল সুপ্রিয়। কিছুটা মোলায়েম ভাষায় লকেট চট্টোপাধ্যায়। এবার রাজ্য বিজেপির সহ-সভাপতি চন্দ্র বসু। তিনি আরও খুল্লাম খুল্লা ভাষায় আক্রমণ করলেন দিলীপকে। এবং লক্ষ্যণীয় হলো তাঁর ট্যুইট রি-ট্যুইট করেছেন দলের সাংসদ স্বপন দাশগুপ্ত। বুঝিয়ে দিয়েছেন তিনিও এই প্রশ্নে দিলীপের বিরুদ্ধ বেঞ্চে। যে বেঞ্চে সদস্য সংখ্যা ক্রমশ বাড়ছে।

কী লিখেছেন চন্দ্র বোস? ‘যখন কোনও অযোগ্য, অপদার্থ মানুষ নির্বাচিত হন, তখন তাঁর কাছ থেকে আর কী আসা করা যায়! তখন তাঁর কাছ থেকে পাওয়া যায় শুধু কুকথা আর নেতিবাচক মানসিকতা। রাজনীতিতে এই আবর্জনা পরিস্কার হোক।’ চন্দ্র বসু দলের মূল স্রোতের পিছন দিকে থাকলেও তাঁর ট্যুইট রি-ট্যুইট করে কার্যত দিলীপের বিরুদ্ধে দলেই আরও একজন জেহাদ ঘোষণা করেছেন, তিনি স্বপন দাশগুপ্ত। রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত দলে তাত্ত্বিক নেতা হিসাবে পরিচিত। মাঝে রাজ্য সভাপতি হিসাবে তাঁর নামও ভেসে উঠেছিল।

দলের মধ্যে অন্য মত প্রকাশ্যে বলার ক্ষেত্রে চন্দ্র বোস নির্ভীক। তিন উপনির্বাচনে হারার পর চন্দ্র বলেছিলেন, স্বামজি, নেতাজি, রবীন্দ্রনাথের জন্মভূমিতে হিন্দিভাষী এলাকার ঢঙে প্রচার মানুষ নেবেন না। বাংলার জন্য পৃথক রণকৌশল ভাবতে হবে। এবার আরও স্পষ্টভাবে এবং দিলীপ ঘোষকে ‘বিলো দ্য বেল্ট’ হিট করে।

দিলীপ কী বলবেন?

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...