Friday, August 29, 2025

জাপানি-কোটিপতির বান্ধবী হয়ে চাঁদে যেতে চাইলে আর দেরি না করাই ভালো

Date:

Share post:

সত্যিই, আর দেরি না করাই ভালো৷ এমন সুযোগ তো আর সহজে আসেনা৷

অনলাইন ফ্যাশন রিটেলার ‘জোজো’ জাপানের এক নম্বর শপিং সাইট। 44 বছরের কোটি কোটিপতি ইউসাকু মেজাওয়া (Yusaku Maezawa) এর মালিক। এলন মাস্কের স্পেসএক্স-এ চড়ে প্রথম প্রাইভেট প্যাসেঞ্জার বা মহাকাশচারী নন, এমন কোনও যাত্রী হিসেবে মেজাওয়া 2023 সালে চাঁদে পাড়ি দেবেন। এই মেজাওয়া-ই একজন বান্ধবী খুঁজছেন৷ তাঁর সঙ্গে চাঁদে যেতে পারবেন, এমন বান্ধবীই চান মেজাওয়া। বিজ্ঞাপন দিয়েই আবেদনপত্র চেয়েছেন তিনি। যোগ্যতা নামমাত্র৷ বয়স হতে হবে 20-র বেশি আর মহাকাশযাত্রায় আগ্রহ থাকতে হবে। মহাকাশচারী হতে গেলে যেসব প্রশিক্ষণ ও পরীক্ষা দিতে হয়, সেগুলি উতরানোর মতো ক্ষমতাও থাকতে হবে। তবে শুধু চাঁদে যাওয়ার ইচ্ছা বা সক্ষমতা থাকলেই হবে না, বিশ্বশান্তির জন্যও উদ্যোগী হতে হবে আবেদনকারীকে। তবেই 2023 সালে মেজাওয়ার বান্ধবী হয়ে চাঁদে যাওয়ার টিকিট পাবেন।

‘ফুল মুন লাভার্স’ নামে একটি তথ্যচিত্র বানাচ্ছেন মেজাওয়া৷ জাপানের বিখ্যাত আবেমা টিভিতে সেই তথ্যচিত্র দেখানো হবে। সেই তথ্যচিত্রের মাধ্যমেই মেজাওয়া একাকীত্ব কাটানোর দাওয়াই দিতে চান। আবেদনকারীদের উদ্দেশে
তাই তিনি ওয়েবসাইটে লিখেছেন, “একাকীত্ব আর মনের গভীরের শূন্যতা ধীরে ধীরে আমাকে গ্রাস করে ফেলেছে। শুধুমাত্র একটা জিনিসই আমি ভাবতে পারি— একজন নারীকে ভালোবেসে যাওয়া।”
মেজাওয়ার অবশ্য এঈ একাকীত্বের কারণও আছে৷ সদ্য অভিনেত্রী আয়ামে গোরিকি-র সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। এই অবস্থায় মানসিক শূন্যতাই তাঁকে এভাবে বান্ধবী খুঁজতে বাধ্য করেছে বলে অনেকের মত। তবে চাঁদে যাওয়ার জন্য বান্ধবী খোঁজার বিষয়টি সত্যিই অভিনব। মেজাওয়ার বান্ধবী হতে গেলে 17 জানুয়ারির মধ্যে আবেদন করে ফেলতে হবে। আগামী মার্চের মধ্যেই সেই আবেদনপত্র ঝাড়াই-বাছাই করে মেজাওয়া তাঁর বান্ধবী বেছে নেবেন। তারপর বছর দুই-তিনের অপেক্ষা। ততদিনে মহাকাশযাত্রার প্রশিক্ষণে পাশ করলেই 2023-এ স্পেসএক্সে চড়ে মেজাওয়ার সঙ্গে চন্দ্রাভিযান।

মেজাওয়া সঠিক বান্ধবী পান কি না, সেটাই এখন দেখার

spot_img

Related articles

প্রেক্ষাগৃহে রহস্য থেকে রম-কম! ২৯ অগাস্টে বড়পর্দায় বাংলা–হিন্দি ছবির ভিড় 

আগামিকাল অর্থাৎ শুক্রবার সপ্তাহান্তে একসঙ্গে মুক্তি পেতে চলেছে একাধিক বাংলা ও হিন্দি ছবি। ফলে সিনেমাপ্রেমীদের জন্য পছন্দের তালিকা...

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...