শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাভবন ছাত্রাবাসে বাম মনোভাবাপন্ন পড়ুয়াদের মারধরের ঘটনায় আগেই মূল অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। এবার আরও একজনকে গ্রেফতার করা হল। তার নাম সুলভ কর্মকার।

অভিযুক্ত সুলভের খোঁজ চালাচ্ছিল পুলিশ। গতকাল, শনিবার গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ডের গোড্ডা থেকে তাকে গ্রেফতার করে বীরভূম পুলিশের স্পেশাল টিম।


আরও পড়ুন-কলকাতা পুরসভায় ভোট হতে পারে ৫ এপ্রিল, রবিবার
