আপনার মাইনে যদি বছরের আড়াই লাখ টাকার বেশি হয় এবং আপনি যদি প্যান এবং আধার কার্ডের তথ্য জমা না দেন তাহলে আপনার বেতন থেকে ২০শতাংশ টিডিএস কাটা যাবে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস ১৬ জানুয়ারি থেকে এই পরোয়ানা জারি করেছে। আয়কর দফতর সমস্ত মালিক ও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে বলেছে ২০ কিউ ফর্মে প্যান ও আধারের তথ্য জমা দিতে। টিডিএস এর উপর নজর রাখতে এবং এই খাতে সরকারের আয় বাড়াতেই উদ্যোগ। আয়কর দফতর বলেছে প্যান এবং আধারের তথ্য না থাকার কারণে অনেক ক্ষেত্রেই ঋণ দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। ২০১৮-১৯ সালে টিডিএস থেকে সরকারের মোট আয় হয়েছিল সরাসরি কর আদায়ের ৩৭%। সরকার এই আয় ৫০% করতে চাইছে।
