Thursday, August 28, 2025

মোদি জমানায় গণতন্ত্র বিপন্ন, বিভাজনে মদত, সমালোচনায় ‘দ্য ইকনমিস্ট’

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভাজনে মদত দিচ্ছেন। ভারতের ২০ কোটি মুসলিমের আশঙ্কা, মোদি হিন্দুরাষ্ট্র গঠন করতে চাইছেন। ভারতের গণতন্ত্র আজ বিপন্ন। ঠিক এই ভাষাতেই মোদি সরকারের তীব্র সমালোচনা করল লন্ডনের বিখ্যাত ম্যাগাজিন ‘দ্য ইকনমিস্ট’। তাদের মতে, বিভাজনে ইন্ধন জুগিয়ে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে বিপদের মুখে ফেলছেন মোদি। ‘দ্য ইকনমিস্ট’-এর চলতি সংখ্যার বিষয় ‘ইনটলারেন্ট ইন্ডিয়া’ বা ‘অসহিষ্ণু ভারত’। কাঁটাতারের উপর পদ্ম আঁকা প্রচ্ছদকাহিনিতে সিএএ ও এনআরসির কড়া সমালোচনা করে বলা হয়েছে, নতুন আইনে মুসলিম ছাড়া বাকিদের নাগরিকত্ব পাওয়া সহজ করে দেওয়া হয়েছে। দেশের ১৩০ কোটি মানুষের নাগরিকত্ব যাচাই করতে উদ্যত হয়েছে বিজেপি সরকার যাতে বেআইনি অনুপ্রবেশকারী চিহ্নিত করা যায়। কিন্তু ২০ কোটি মুসলিমের বহু সংখ্যকেরই নাগরিকত্ব প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নেই। এই পত্রিকার মতে, ধর্মীয় বিভাজন তৈরি করে রাজনৈতিক ফায়দা তোলাই বিজেপির উদ্দেশ্য। বিজেপির জন্য যা অমৃত, তা ভারতের জন্য বিষ।

‘দ্য ইকনমিস্ট’-এর প্রতিবেদনকে ‘ঔপনিবেশিক’ বলে পাল্টা কটাক্ষ ছুঁড়েছে বিজেপি। বিজেপি নেতা বিজয় চৌথাইওয়ালে লন্ডনের এই ম্যাগাজিনের প্রচ্ছদ তুলে ট্যুইট করেছেন, ১৯৪৭ সালে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেলেও দ্য ইকনমিস্টের সম্পাদকরা ঔপনিবেশিক যুগেই বাস করছেন। এরা চায়নি দ্বিতীয়বার মোদি ক্ষমতায় আসুন। এদের প্রচারে সাড়া না দিয়ে ভারতের ৬০ কোটি মানুষ মোদিকে ভোট দিয়েছেন। তাতেই এদের রাগ হয়েছে। ওদের এত দম্ভ যে সুপ্রিম কোর্টকেও জ্ঞান দিচ্ছে! ভারতেই নাকি বেআইনি অনুপ্রবেশকারীদের ধরা হচ্ছে। তাহলে ব্রিটেনে কী হচ্ছে? ব্রিটেন যখন অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর কথা বলে তখন কী বলে এই পত্রিকা?

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...