তাঁর গ্ল্যামারের রহস্য কী? ফাঁস করলেন মোদি নিজেই

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেহারায় এত ‘গ্ল্যামার’ কীভাবে? প্রশ্নকর্তার কৌতূহলের জবাব দিয়েছেন মোদি নিজেই। এককথায়, এই গ্ল্যামারের রহস্য হল ঘাম ঝরানো প্রচুর পরিশ্রম। ঘাম থেকেই আসে তাঁর গ্ল্যামার।

দিল্লিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার বিজয়ীদের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে মোদি বলেন, একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন আমার চেহারায় এত গ্ল্যামার এল কীভাবে? এর উত্তরটা খুব সহজ। ওঁকে বলেছিলাম, আমি সারাদিন এত পরিশ্রম করি যে আমার শরীর থেকে প্রচুর ঘাম বের হয়। আমি ওই ঘামই মালিশ করি আর তাতেই আমার চেহারা চকচক করে। এরপর শিশুদের অতি প্রয়োজনীয় অথচ সহজ দুটি টিপস দেন প্রধানমন্ত্রী। বলেন, জল খেতে হবে বসে, দাঁড়িয়ে নয়। আর সারাদিন এত পরিশ্রম করতে হবে যাতে চারবার পুরো শরীর ঘামে ভিজে যায়।

আরও পড়ুন-মোদি জমানায় গণতন্ত্র বিপন্ন, বিভাজনে মদত, সমালোচনায় ‘দ্য ইকনমিস্ট’

Previous articleমোদি জমানায় গণতন্ত্র বিপন্ন, বিভাজনে মদত, সমালোচনায় ‘দ্য ইকনমিস্ট’
Next articleগুজরাতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়েও বামেদের কাছে হার এবিভিপি-র