দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানা এলাকায় ডায়মন্ড হারবার রোডের ধারে একটি ঝোপের মধ্যে থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, যুবকের আনুমানিক বয়স ৩০ বছর। ঝোপের একটি গাছে তাঁকে ঝুলতে দেখে পথচলতি মানুষ ঠাকুরপুকুর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। এরপর ময়না তদন্তের জন্য তা পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ মৃত্যুর কারণ জানতে এবং যুবকের পরিচয়ের খোঁজে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন-জাতীয় ভোটার দিবসে মুখ্যমন্ত্রীর “আমরা সবাই নাগরিক” বার্তা
