উত্তরপ্রদেশের ফারুকাবাদে পণবন্দি ১২ শিশু সহ ১৫জন। জন্মদিনে ডেকে নিয়ে এসে শিশুদের পণবন্দি করা হয়। প্রায় আট ঘন্টা ধরে তাদের বন্দি করে রাখা হয়। স্থানীয়রা উদ্ধারে গেলে গুলি চলে। একজন গুলিবিদ্ধ হন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। যে ব্যক্তি এই পণবন্দির ঘটনা ঘটায়, তার একটি খুনের ঘটনায় যাবজ্জীবন শাস্তি হয়। সম্প্রতি জামিন হয়। নিজের জন্মদিনে সকলকে ডেকে এই কাণ্ড ঘটায়। ফারুকাবাদের বাড়িটি জেলা শাসক, পুলিশ সুপার সহ বাহিনী ঘিরে রেখেছে।
